বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ‘জুলাই আন্দোলন’ হত্যা মামলার আসামি

বরিশাল

ঝালকাঠি প্রতিনিধি: ‘জুলাই আন্দোলন’–সংক্রান্ত হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন হাবিব জোমাদ্দার। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বিএনপির ছত্রছায়ায় তিনি বহাল তবিয়তে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

হাবিব জোমাদ্দার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি যাত্রাবাড়ী থানার ১০৫ নং হত্যা মামলার ১০৯ নম্বর আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব জোমাদ্দার ছিলেন চেঁচরীরামপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও, অতীতে কাঠালিয়া উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তবে মামলা থাকা সত্ত্বেও তার প্রকাশ্যে বিচরণ এবং রাজনৈতিকভাবে সক্রিয় থাকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। অনেকেই বলছেন, এ ধরনের আসামিদের রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পাওয়া বিচারহীনতার সংস্কৃতিকে আরও উৎসাহিত করছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং দলের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *