স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির কাঁঠালিয়া ১ নং চেচরীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মানিক মিয়ার অপ্রাপ্ত বয়স্ক কন্যা নিয়ে একই গ্রামের সুমন হাওলাদারের ছেলে সাজিদ ৪ এপ্রিল দিবাগত রাতে পালিয়ে যায়। সাজিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নং চেচরীরামপুর ইউনিয়নের সমন্বয়ক ছিলেন।
এ বিষয়ে মেয়ের বাবা জানান সাজিদ সমন্বয়কের ক্ষমতা দেখিয়ে আমার মেয়েকে রাতের আঁধারে নিয়ে চলে যায়, সে মাদক সেবন করে এবং মাদক বিক্রি করেন এবং সমন্বয়কের ক্ষমতা দেখিয়ে এলাকায় মাস্তানি করেন। আমার মেয়ে আমাকে ফেরত না পেলে আমি মামলা করব।
এলাকার লোকজনের জানান ছেলেটি খুবই উশৃংখল এবং মাদক সেবন করেন বিভিন্ন অনিয়ম অপকর্মের সাথে জড়িত সমন্বয়ক সাজিদ।
